মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, দেশে চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগের ক্ষমতায় আসার কোনো বিকল্প নেই। বিকল্প নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। শেখ হাসিনা পুরো বিশ্বের রোল মডেল। তাই আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করা প্রয়োজন।
মাগুরা শহরের কেশবমোড়ে তার নির্বাচনি অফিসে বুধবার স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে আয়োজিত প্রেস ব্রিফিংকালে এমন মতামত ব্যক্ত করেন সাকিব আল হাসান।
এ সময় সাকিব বলেন, ২০৪২ সাল নাগাদ প্রধানমন্ত্রীর যে ডেল্টা প্লান রয়েছে ওই সময়ে বাংলাদেশ অনন্য এক দেশ হয়ে যাবে বলে বিশ্বাস করি। এই ধরনের বড় উন্নয়ন কর্মসূচি নেওয়ার মতো নেতৃত্ব প্রয়োজন। আর সেটি প্রধানমন্ত্রীর অন্য যে কারও চেয়ে ভালো আছে।
তিনি বলেন, ক্রিকেট মাঠে আমি সারা বাংলাদেশের। আর রাজনীতির মাঠে সারা মাগুরার। সবাই একত্রিত হয়ে আমাকে ভোট দেবেন। অবশ্য যে কেউ ভিন্নমত পোষণ করতে পারে। এটি খারাপ কিছু না। এই স্বাধীনতা আমাদের স্বাধীন দেশে সবারই আছে। আমাকে কেউ সাপোর্ট না করলে আফসোস থাকবে না। কিন্তু আমরা সবাই মাগুরার উন্নয়ন চাই।
ব্রিফিংকালে তার সঙ্গে ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply