সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রেমিট্যান্স বাড়ায় তিন ব্যাংক থেকে ১১ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক যুক্তরাষ্ট্র থেকে ৫৬ হাজার ৮৯০ টন গম নিয়ে জাহাজ চট্টগ্রামে ভোটকেন্দ্র সংস্কার ও সিসি ক্যামেরা স্থাপনে স্থানীয় সরকার বিভাগকে ইসির চিঠি প্রথম ২৭ দিনেই রেমিট্যান্সে সাড়ে ৩৩ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এএএবি)-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত আন্দোলনরত ৮ দলের সঙ্গে যুক্ত হলো এনসিপি ও এলডিপি চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি-র প্রথম ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৪’ প্রকাশ হরিপুরে কনকনে ঠান্ডায় জনদুর্ভোগ বাড়ছে

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক গাজী কনকের মাতার ইন্তেকাল

মোহাম্মদ আলী স্বপন
  • আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩২৯ Time View

নিজস্ব প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা জাতীয় পুরষ্কারপ্রাপ্ত সাংবাদিক গাজী আলফাজ উদ্দিন কনক  এর  মাতা মোছাঃ আয়শা আক্তার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৫.০০ ঘটিকার সময় তার নিজস্ব বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর। তার ৫ পুত্র ও ৩ কন্যা রয়েছে। মৃত্যুকালে তিনি নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ বাদ মাগরিব পাবনা জেলার আটঘরিয়া উপজেলার নাগদহ গ্রামের স্থানীয় নাগদহ করবস্থান মাঠে নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন  করা হয়।

উল্লেখ্য তিনি সাবেক ছাত্রনেতা পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান সহ সভাপতি মো. মোবারক হোসেন পান্নার মাতা এবং দৈনিক দখিনের ক্রাইম পত্রিকার মফস্বল সম্পাদক বাংলাদেশ সাংবাদিক ও সংবাদপত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলী স্বপন এর দাদী।  

জানাজা নামাজে উপস্থিত ছিলেন আটঘরিয়া  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ঈশ্বরদীর দাশুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বকুল সরদার, আটঘরিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি মো. ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক সাংবাদিক আরিফ সরদার, নুরুল ইসলাম, ইদ্রিস আলী, মেম্বর মোহাম্মদ আলী রানা প্রমুখ।  

এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পাবনা, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জানাজা নামাজে অংশগ্রহণ করেন।

এদিকে তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দি ইকোনোমিক নিউজ২৪ এর পরিবারবর্গ ও দৈনিক দখিনের ক্রাইম পত্রিকার পরিবারবর্গ। এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগেফরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS