নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক জটিল সমস্যার মধ্যে আছে। বাংলাদেশের প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া বিশেষভাবে সক্রিয় আছে। দলীয়করণ যে রূপ লাভ করেছে তাতে যথার্থ অর্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দুঃসাধ্য। তা সত্বেও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ও রাজনৈতিক দলগুলো কাজ করে চলছে। বিএনপি ও তার সহযোগী শক্তিগুলো নির্বাচনকালীন তত্বাবধায়ক সরকার গঠনের জন্য দাবি এবং আন্দোলন করছে। এই দাবি পূরণ করার দায়িত্ব সরকারের। সরকার ও আওয়ামী লীগ এর ঘোর বিরোধীতা করছে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা ও চাপ সৃষ্টির জন্য- ঢাকায় এসে সরকারের উপর চাপ সৃষ্টি করছে। এর ফলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রমে উক্ত বৈদেশিক শক্তিগুলো সক্রিয়তা দেখা দিয়েছে। এই বৈদেশিক শক্তির চাপ মোকাবেলার জন্য দরকার দৃঢ় জাতীয় ঐক্য। এই ঐক্য গড়ে তোলা কেন্দ্রীয় উদ্যোগ সৃষ্টির দায়িত্ব সরকারের। বাংলাদেশ গণমুক্তি পার্টি এই ঐক্য সাধন রাষ্ট্রীয় স্বাধীনতা ও সার্বভৌম রক্ষার দায়িত্ব পালনের জন্যে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। সর্বজনীন কল্যাণে প্রয়োজনীয় জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্যে সকল রাজনৈতিক দলের সক্রিয়তা আমরা আশা করি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply