স্টাফ রিপোর্টারঃ বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে আজ সোমবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, মো. শহীদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, হাজী মোহাম্মদ আলী, ফারুক আহমেদ, ফারুক কবীর, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, আব্দুল আউয়াল আরজু, রাগিব হাসান চৌধুরী, আব্দুর রাজ্জাক ভুটটু, মোস্তাক আহমেদ মোস্তাক, আবু বকর সিদ্দিক স্বপন, খন্দকার জাকারিয়া জিম প্রমুখ।
বক্তারা সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবি জানান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply