বিশ্বকাপের শুরুটা দারুণভাবে রাঙালো ভারত। তবে রোহিত শর্মাদের বিপদে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছিল। ছোট লক্ষ্য দিয়েও বোলিংয়ের শুরুটা যেভাবে করেছিল অস্ট্রেলিয়া, তাতে অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল ভারতের। কিন্তু চাপ সামলে দলকে জয় এনে দিয়েছেন লোকেশ রাহুল এবং বিরাট কোহলি।
রোববার (৮ অক্টোবর) চিপাকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত।
শুরুতে ব্যাট করে ভারতকে ২০০ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে ভারতীয়রা। সেখান থেকে ১৬৫ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন রাহুল এবং কোহলি। দুজনেই সেঞ্চুরির কাছে গেলেও কেউই অবশ্য ছুঁতে পারেননি তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় অজিরা। স্কোরবোর্ডে কোনো রান যোগ না করতেই বুমরার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন মিচেল মার্শ। তিনে নেমে হাল ধরেন স্টিভ স্মিথ। ডেভিড ওয়ার্নারকে নিয়ে গড়েন ৬৯ রানের জুটি। কুলদীপের বলে আউট হওয়ার আগে ৪১ রান করেন ওয়ার্নার।
ওয়ার্নার ফিরলে লাবুশেনকে নিয়ে আবারও ইনিংস মেরামত শুরু করেন স্মিথ। কিন্তু শেষমেশ জাদেজার ঘূর্ণিতে কাটা পড়েন তিনিও। স্মিথ ফেরার পর ৩০ রানের ব্যবধানে আরও ৪ উইকেট হারায় অস্ট্র্রেলিয়া। আশঙ্কা ছিল, ২০০ রানের অনেক আগেই গুটিয়ে যাওয়ার।
তবে মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সের প্রতিরোধে কোনোমতে ১৯৯ রান করে অজিরা। স্টার্ক ৩৫ বলে ২৮ রান করে শেষ ওভারে মোহাম্মদ সিরাজের বলে আউট হন। কামিন্স করেন মূল্যবান ১৫ রান।
ভারতীয় স্পিনারদের প্রত্যেকেই বল হাতে সফল হয়েছেন। জাদেজার ৩ উইকেট বাদে ৪২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন কুলদীপ। রবীচন্দ্রন অশ্বিন মোটে একটি উইকেট পেলেও বেশ কিপটে বোলিং করেছেন। বুমরাহ নিয়েছেন দুই উইকেট। এছাড়া মোহাম্মদ সিরাজ এবং হার্দিক পান্ডিয়া নিয়েছেন একটি করে উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে জশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্কের তোপে দুই ওভারেই তিন উইকেট খুইয়ে বসে ভারত। দ্রুত সময়ের মধ্যে সুযোগ এসেছিল চতুর্থ উইকেটটাও তুলে নেয়ার। কিন্তু বিরাট কোহলির সেই ক্যাচ মিস করেছেন মিচেল মার্শ।
পরবর্তীতে এই ক্যাচ মিসই কাল হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার জন্য। ৬ চারে ৮৫ রান করে আউট হওয়ার আগে দলকে জয়ের কাছাকাছি রেখে যান কোহলি। রাহুলকে নিয়ে গড়েন বিশাল জুটি। রাহুল অবশ্য অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। ৮ চার ও ২ ছক্কায় করেছেন ৯৭ রান। কোহলির আউটের পর হার্দিক পান্ডিয়াকে নিয়ে ৩৪ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রাহুল।
অস্ট্রেলিয়ার হয়ে তিন উইকেট নিয়েছেন হ্যাজেলউড। স্টার্কের ঝুলিতে গেছে বাকি ১ উইকেট।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply