শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
স্কলারস পয়েন্ট একাডেমিক কেয়ারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক র‍্যাংক ব্যাজ পরিধান ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুর (৪২) বিজিবি’র মায়ের রেখে যাওয়া পথ এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের নতুন বছরের প্রথম দিনেই পাঁচ ইসলামী ব্যাংকের সাইনবোর্ড বদল, শুরু লেনদেন—দুই লাখ টাকা উত্তোলনের সুযোগ ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলাকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ ময়মনসিংহে শিক্ষার্থীদের মাঝে বছরের ১ম দিনে বই বিতরণ ময়মনসিংহে অনলাইন জুয়াড়ির সক্রিয় ১সদস্য গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ রাষ্ট্রীয় শোক অবমাননা ও একাত্তর টিভির সাংবাদিকের ক্যামেরা ভাঙচুরের ঘটনায় মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের তীব্র নিন্দা

বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুর (৪২) বিজিবি’র

মোছাঃ তাহেরা খাতুন
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৯ Time View

বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট বিজিবি। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে বলে জানাগেছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোপন সংবাদ ভিত্তিতে গত ৩১ ডিসেম্বর ২০২৫, রাত ১০ ঘটিকায়, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চাপসা বিওপি’র বিজিবি একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা সীমান্ত পিলার ৩৪৬/২-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গ্রাম গোপালপুর এলাকা হতে ০১ জন আসামীসহ ০১ লিটার দেশীয় মদ, ০১টি মোটরসাইকেল, ০২টি মোবাইল ফোন এবং ০১টি হেডফোন আটক করতে সক্ষম হয় মর্মে জানাযায় । মাদকদ্রব্য, মোটর সাইকেল ও অন্যান্য মালামালের মূল্য প্রায় ২,০৭,৯০০/- (দুই লক্ষ সাত হাজার নয়শত) টাকা। আটক আসামী মোঃ মাহফুজ (২২), পিতা- কামাল হোসেন, গ্রাম-আমবাড়ী, পোস্ট-হরিপুর, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও’কে দেশীয় মদ, মোটর সাইকেল ও অন্যান্য মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অদ্য ০১ জানুয়ারি ২০২৬, রাত ০৪৩০ ঘটিকায়, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) র অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩০/৭-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিনাজপুর জেলার বিরল উপজেলা ঠনঠোনিয়া সীমান্তবর্তী এলাকা হতে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পারাপারের সময় বিজিবি কর্তৃক সন্তোষ (২৫), পিতা-শ্রী বিষান, গ্রাম-রঘুনাথপুর, পোষ্ট-পীরগঞ্জ, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও’কে আটক করা হয়েছে মর্মে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি । আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলার বিরল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS