
জনাব ইফতেখার এনাম আওয়াল এবি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন।
জনাব আওয়াল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর সম্পন্ন করার পর ১৯৯৪ সালের জুন মাসে এবি ব্যাংক পিএলসি-তে ৭ম ব্যাচের প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন।
আধুনিক ব্যাংকিং-এ অভিজ্ঞতাসম্পন্ন জনাব আওয়াল বিভিন্ন সময়ে এবি ব্যাংকের একাধিক কর্পোরেট শাখা এবং বিভাগে দায়িত্বপালন করেন। তাঁর প্রধান পেশাগত দক্ষতার মধ্যে রয়েছে কর্পোরেট বিজনেস, ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রা এবং শাখা পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কার্যপরিচালনা করা।
তিনি দেশ-বিদেশে ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply