দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়ে। জবাবে ব্যাট করতে নেমে ১০২ রানের বড় ব্যবধানে হেরে গেছে শ্রীলঙ্কা। বড় হারে বিশ্বকাপ শুরুর পর দুঃসংবাদ পেয়েছে ১৯৯৬ এর বিশ্বচ্যাম্পিয়নরা। স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে দাসুন শানাকার দলকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্লো ওভার রেটের কারণে শ্রীলঙ্কাকে জরিমানা করেছে আইসিসি। ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে শানাকা-মেন্ডিসদের। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যের চেয়ে দুই ওভার পিছিয়ে থাকায় এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ দাসুন শানাকার দলকে এই জরিমানা করেছে।
আইসিসি কোড অব কনডাক্টের আর্টিকেল ২.২২ অনুযায়ী, খেলোয়াড়, খেলোয়াড়দের সহযোগী ব্যক্তিরা, যারা ন্যুনতম ওভার রেট ভঙ্গের জন্য দায়ী, তাদের এই জরিমানার অন্তর্ভূক্ত করা হয়েছে। প্রতি ওভার স্লো রেটের কারণে খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করার আইন আছে। সে হিসেবে লঙ্কানদের ২ ওভারের জন্য ১০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে।
লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা দোষ স্বীকার করে নেওয়ায় এবং নির্ধারিত পরিমাণ জরিমানা দিতে রাজি হওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
মাঠের দুই আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও শহীদ সৈকত এবং থার্ড আম্পায়ার মিচেল গফ এবং ফোর্থ আম্পায়ার অ্যালেক্স রাফ এই অভিযোগ এনেছিলেন।
উল্লেখ্য, গতকাল দিল্লিতে আগে ব্যাট করে কুইন্টন ডি কক, হেনরিখ ক্লাসেন ও এইডেন মার্করামের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ৪৯ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন মার্করাম।
জবাবে ৪৪.৫ ওভারে ৩২৬ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply