অনেকে বলে থাকেন- বাংলাদেশ ক্রিকেটে সাকিবের জন্ম হয়েছেই রেকর্ড গড়ার জন্য। সাকিবের প্রতিটি ম্যাচ যেন রেকর্ড গড়ার হাতছানি দেয় বারবার।
আফগানিস্তান ম্যাচের মধ্য দিয়ে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর শুরু করেছে বাংলাদেশ। ক্রিকেট ক্যারিয়ারে চতুর্থ বিশ্বকাপ খেলছেন সাকিব আল হাসান।
শনিবার আফগানদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। এদিন তিনি আফগান তারকা ওপেনার ইবরাহিম জাদরান, রহমত শাহ ও নজিবুল্লাহ জাদরানকে ফেরান সাকিব।
এদিন আফগান তিন উইকেট শিকারের মধ্য দিয়ে বিশ্বকাপে নিজের ৩০তম ম্যাচে ৩৭ উইকেট শিকার করলেন সাকিব। বিশ্বকাপে স্পিনার হিসেবে তৃতীয় সর্বোচ্চ ৩৭ উইকেট শিকার করলেন সাকিব।
শনিবার তিন উইকেট শিকারের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টরিকে ছাড়িয়ে যান সাকিব।
স্পিনার হিসেবে ৪০ উইকেট শিকার করে দ্বিতীয় পজিশনে আছেন দক্ষিণ আফ্রিকান তারকা ইমারন তাহির। সর্বোচ্চ ৬৮ উইকেট শিকার করে সবার ওপরে আছেন শ্রীলংকান কিংবদন্তি মুত্তিয়া মুরালি ধরান।
তবে ওয়ানডে বিশ্বকাপে রেকর্ড সর্বোচ্চ ৭১ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রা।
দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ উইকেট শিকার করেন শ্রীলংকান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরান। আর ৫৬ রান করে তৃতীয় পজিশনে আছেন শ্রীলংকান সাবেক তারকা পেসার লাসিথ মালিঙ্গা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply