স্টাফ রিপোটারঃ গাইবান্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনুর্ধ্ব- ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা অনুর্ধ্ব-১৭ আজ সোমবার শুরু হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য দেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবির প্রমুখ।
টুর্নামেন্টে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাদুল্যাপুর, পলাশবাড়ী, সাঘাটা, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা পৌরসভার ১৬টি দল অংশ নিচ্ছে। আগামী ৭ অক্টোবর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply