শুরু হয়ে গেছে বিশ্বকাপ উত্তেজনা। এবারের বিশ্বকাপ খেলতে ২৭ সেপ্টেম্বর দেশ ছেড়েছে টাইগাররা। এরই মধ্যে গৌহাটিতে প্রস্তুতিও সেরেছে বাংলাদেশ। এবার মাঠের লড়াইয়ের সময়। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচ হওয়ায় প্রচলিত নিয়ম-কানুনে কিছুটা ছাড় থাকছে। দলে থাকা ১৫ জনের যে কোন ১১ জন ব্যাটিং করতে পারবেন। ব্যাটিং না করলেও বোলিং করতে বাধা থাকবে না। আবার কোন ব্যাটসম্যান চাইলে সেঞ্চুরি বা ফিফটি করার পরে উঠে আসতে পারবেন। অন্যদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে পারবেন।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশের চ্যানেল টি স্পোর্টস ও গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া ভারতে স্টার স্পোর্টস ২ ও স্টার স্পোর্টস ২ এইচডি’তে দেখা যাবে ম্যাচটি। এছাড়া বিভিন্ন অ্যাপের সাইবক্রিপশন করে দেখা যাবে ম্যাচটি।
বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার জন্য দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটি শুক্রবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে। পরের ম্যাচটি বাংলাদেশ দল খেলবে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। ম্যাচ দুটি একই টেলিভিশনে সম্প্রচার করা হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply