শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে অষ্টমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। সেই ভারতকেই সুপার ফোরের ম্যাচে নাস্তানাবুদ করেছিল বাংলাদেশ। এক নজরে দেখে নেয়া যাক এবারের এশিয়া কাপ থেকে কোন দল কত টাকা পেল।
রোববার (১৭ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারায় ভারত। ফাইনালে জিতে বেশ মোটা অঙ্কের প্রাইজমানি পেয়েছে চ্যাম্পিয়ন দলটি। প্রাইজমানি পেয়েছে রানার্সআপ শ্রীলঙ্কাসহ বাকি দলগুলোও।
এশিয়া কাপের ফাইনালে দুই দলের জন্য নির্ধারিত ছিল ৩ কোটি ২৮ লাখ টাকার ওপরে (৩ লাখ মার্কিন ডলার)। এর মধ্যে চ্যাম্পিয়ন দল ভারত পেয়েছে ২ কোটি ১৯ লাখ টাকার ওপরে (২ লাখ মার্কিন ডলার) এবং রানার্সআপ শ্রীলঙ্কা পেয়েছে ১ কোটি টাকারও বেশি।
এবারের এশিয়া কাপে মোট ৬টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ষষ্ঠ স্থানে থাকা দলটি ছাড়া বাকি পাঁচ দলের জন্য বরাদ্দ ছিল প্রাইজমানি। এবারের এশিয়া কাপের সুপার ফোরে খেলা বাংলাদেশ পেয়েছে ৬৮ লাখ টাকার ওপরে (৬২ হাজার ৫০০ মার্কিন ডলার)। এরপরে চতুর্থ স্থানে থাকা পাকিস্তান পেয়েছে ৩৪ লাখ টাকারও বেশি। পঞ্চম স্থানে থাকা আফগানিস্তান পেয়েছে ১৩ লাখ টাকার ওপরে (১২ হাজার ৫০০ মার্কিন ডলার)।
এছাড়াও প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় ৫ হাজার মার্কিন ডলার করে পেয়েছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ওপরে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply