আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ৫ অক্টোবর গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের মূল আসর। সময়ের হিসেবে বিশ্বকাপের বাকি আর মাত্র ৪০ দিন। এর মাঝে অংশগ্রহণকারী দলগুলো ব্যস্ত শেষ পর্বের যাচাই বাছাই প্রক্রিয়ায়।
আইসিসি আগেই জানিয়েছিল, প্রতিটি দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এবার প্রকাশ করা হল প্রস্তুতি ম্যাচের পূর্ণাঙ্গ সূচি। বিশ্বকাপের আগে ভারতের তিন স্টেডিয়ামে ৪ দিনে মোট ১০ টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তুতিপর্বের সকল ম্যাচই হবে দিবারাত্রির সূচিতে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে প্রতিটি ম্যাচ। প্রস্তুতি পর্বের এই ম্যাচগুলোতে ১৫ জনের সকলকে খেলানোর অনুমতি দেওয়া হয়েছে। ৩ অক্টোবরের ম্যাচগুলো শেষে ৪ অক্টোবর হবে বিশ্বকাপের ক্যাপ্টেন্স ডে। এদিন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের পরিচয় করানো হবে।

Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply