শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাদি হত্যা মামলায় পলাতক আসামিকে ভারতে পাঠানোর সহায়তা, গ্রেপ্তার দুইজনের জবানবন্দি বিদায়ী ডিসেম্বরে রেমিট্যান্স ৩২৭ কোটি ডলার, এক বছরে সর্বোচ্চ ৩২ বিলিয়ন ডলার প্রবাহ চুয়াডাঙ্গায় হিউম্যানিটি এন্ড ব্লাড ডোনেশন সোসাইটির শীতবস্ত্র ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গায় সদর যুবদলের আহ্বায়ক এম এইচ মোস্তফাসহ ১৫ জনের জামায়াতে ইসলামীতে যোগদান চুয়াডাঙ্গায় নতুন বছরের শুরুতে মানবতার ডাক: ৪ উপজেলায় রিকশাচালক ও বেদেদের পাশে দাঁড়াবে ‘চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স’ স্কলারস পয়েন্ট একাডেমিক কেয়ারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক র‍্যাংক ব্যাজ পরিধান ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুর (৪২) বিজিবি’র মায়ের রেখে যাওয়া পথ এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

মায়ামিকে ফাইনালে তুললেন মেসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১১১ Time View

একটি নয় দুটি নয়, পরপর ছয় ম্যাচ ইন্টার মায়ামিকে জিতিয়ে ফাইনাল নিশ্চিত করলেন লিওনেল মেসি। আর এই ছয় ম্যাচে টানা গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন এই তারকা। তাতে লিগস কাপে অনন্য রেকর্ড গড়েছেন তিনি।

বুধবার (১৬ আগস্ট) ভোর ৫টায় পেনসিলভানিয়ার সুবারু পার্ক স্টেডিয়ামে লিগস কাপের সেমিফাইনালে মাঠে নামে ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়া ইউনিয়ন। ম্যাচটিতে মেসিদের দল মায়ামি জয় পেয়েছে ৪-১ গোলে।

এই ম্যাচের আগে মেসির চোটের কারণে মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে সবকিছু উড়িয়ে মায়ামির জার্সিতে টানা ছয় ম্যাচ খেলতে মাঠে নামেন তিনি। বিশ্বকাপজয়ী তারকা শুধু মাঠেই নামেননি, টানা ছয় ম্যাচে গোল করে লিগস কাপে অনন্য রেকর্ড গড়েছেন। এর আগের ম্যাচেই তিনি চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতার খাতায় নাম লেখান। এবার চলে গেলেন ধরাছোঁয়ার বাইরে। আর অভিষেক মৌসুমে টানা ছয় ম্যাচে ৯ গোলের রেকর্ড এখন কেবল মেসির ঝুলিতেই উঠলো। এবার নিজের গড়া এই রেকর্ড ভাঙতে পরবর্তী ম্যাচগুলোতে মাঠে নামবেন তিনি।

এ দিন ফিলাডেলফিয়ার বিপক্ষে মেসি ছাড়াও গোল করেছেন তার আরও তিন সতীর্থ। ম্যাচের শুরুতেই লিড গোল এনে দেন মায়ামি স্ট্রাইকার জোসেফ মার্টিনেজ। মাত্র ২ মিনিটের সময়ে তিনি সের্গেই ক্রিতসভের সহায়তায় গোলটি করেন। এরপরে স্কোরবোর্ডে নাম লেখান লিওনেল মেসি। ম্যাচের ১৯ মিনিটে ৩০ গজ দূর থেকে মেসির বাঁ পায়ের শট ফিলাডেলফিয়ার বুক ছিন্নভিন্ন করে বল জালে জড়ায়। সে সময়ে দলটির গোলরক্ষকসহ আরও তিন ডিফেন্ডার চেয়ে চেয়ে মেসির গোল দেখেছেন, প্রতিরোধ করার সুযোগ পাননি।

No description available.
Image

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মায়ামির হয়ে তৃতীয় গোলটি করেন জর্দি আলবা। মধ্যমাঠ থেকে বল পেয়ে বাঁ প্রান্ত ধরে একাই লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই ফুটবলার। এই গোলটিতে সহায়তা করেন রবার্ট টেলর। তাতে ৩-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় মায়ামি। বিরতি শেষে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ফিলাডেলফিয়া। একাধিক গোলের প্রচেষ্টা চালিয়ে ক্লাবটি ৭৩ মিনিটে গোলের দেখা পায়। দলটির ফরোয়ার্ড আলেজান্দ্রো বেদোয়ার ওই গোলে স্কোর দাঁড়ায় ৩-১।

তবে মায়ামি এ দিন প্রতিপক্ষকে যেন পাত্তাই দেয়নি। ম্যাচের ৮৩ মিনিটে ডান প্রান্ত থেকে মিডফিল্ডার ডেভিড রুইজ গোল করে ব্যবধান গড়েন ৪-১। এটিই রুইজের চলতি মৌসুমের প্রথম গোল। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে ফাইনাল নিশ্চিত করে লিওনেল মেসি বাহিনী। 

ম্যাচটিতে গোলের পাশাপাশি বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল মায়ামি। তবে আক্রমণে এগিয়ে ছিল ফিলাডেলফিয়া। তারা মায়ামি শিবিরে ১৬ বার আক্রমণ করেছে, যার মধ্যে ৪টি আক্রমণ ছিল গোলমুখে। এর মধ্যে বেশ কয়েকটি নিশ্চিত গোলের হাত থেকে দলকে বাঁচিয়েছেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। এ দিকে মায়ামি মাত্র ৫ বার আক্রমণে গিয়েছে। এর মধ্যে শতভাগ গোলমুখী শট সফল হয়েছে। অর্থাৎ লিওনেল মেসির দল ফিলাডেলফিয়ার গোলে ৪টি শট নিয়েছে আর ৪টিতেই গোল এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS