শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটে বড় বিজ্ঞাপন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজেদের পণ্যের খ্যাতি বাড়াতে এমন একজনকে তাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেতে তুমুল আগ্রহ দেখা যায় দেশ-বিদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে। দেশে প্রতিনিয়ত একের পর এক দোকান ও শো-রুম উদ্বোধন করা সাকিব গত মার্চে দুবাই গিয়ে একটি স্বর্ণের দোকানও উদ্বোধন করে এসেছেন। প্রতিষ্ঠানের মালিক পলাতক আসামি হওয়ায় যেটা নিয়ে দেশজুড়ে হয়েছিল অনেক সমালোচনাও। এবার তিনি ভিন্ন একটি স্বর্ণের দোকানের অফিস উদ্বোধন করতে আবার দুবাই যাচ্ছেন।
মাঠ ও মাঠের বাইরে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব। কানাডায় প্রথমবারের মতো আয়োজিত ফ্র্যাঞ্চাইজি লিগ গ্লোবাল টি-টোয়েন্টিতে কয়েক ম্যাচ খেলে তিনি পাড়ি দিয়েছেন শ্রীলঙ্কায়। সেখানে ২২ গজ মাতাচ্ছেন গল টাইটান্সের হয়ে। আসর শেষ হবে ২০ আগস্ট। সেদিনই দুবাইতে পাড়ি দেবেন টাইগার অলরাউন্ডার। উদ্দেশ্য, এনআরআই জুয়েলার্স নামের এক স্বর্ণের দোকানের অফিস উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেয়া।
এনআরআই জুয়েলার্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
ওই ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘বিশ্বখ্যাত গোল্ডমার্কেট দুবাইয়ে আমি সাকিব আল হাসান আসছি ২০শে আগস্ট। এনআরআই জুয়েলার্সের হোলসেল অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে। এনআরআই জুয়েলারিতে পাবেন হোলসেল প্রাইজে টিটি বার, কিলোবার, আউন্স ও বিপুল পরিমাণ জুয়েলারির সমাহার। বিশেষ আকর্ষণ থাকছে বাই করলে সেটা সেলও করতে পারবেন এনআরআই জুয়েলারিতে। আপনি আসছেনতো? দেখা হচ্ছে ২০ আগস্ট সন্ধ্যায় এনআরআই জুয়েলরির অফিস উদ্বোধন অনুষ্ঠানে।’
এর আগে গত ১৫ মার্চ আরাভ জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করতে দুবাই গিয়েছিলেন সাকিব। যেটা নিয়ে দেশজুড়ে হয় অনেক সমালোচনা। কারণ ওই দোকানের মালিক ছিলেন বাংলাদেশি পুলিশ সদস্য হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply