আর কয়েকদিন পরই শুরু হবে নারীদের ফুটবল বিশ্বকাপ। তবে নিউজিল্যান্ডে টিকিট বিক্রিতে তেমন সাড়া নেই। তাই দেশটির চার ভেন্যু শহর অকল্যান্ড, হ্যামিল্টন, ওয়েলিংটন ও ডানেডিনের ২০ হাজার টিকিট বিনামূল্যে দিচ্ছে ফিফা।
এবারের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এখন পর্যন্ত ১০ লাখ টিকিট বিক্রি হয়েছে। যার বেশিরভাগ অস্ট্রেলিয়ায় বিক্রি হয়েছে। বিশ্বকাপের ফেবারিট দলগুলোর একটি ধরা হচ্ছে তাদের।
নারী ফুটবলে নিউজিল্যান্ডের পারফরমেন্স তেমন ভালো না। এখন পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ অংশ নিয়েছে দেশটি। তবে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি তারা। আগামী বৃহস্পতিবার (২০ জুলাই) নিউজিল্যান্ড ও নরওয়ের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে মেয়েদের ফুটবলের বৈশ্বিক আসরের।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply