
আগামী ১২ই ফেব্রুয়ারি কুমিল্লার দেবিদ্বার উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ ভোটের লড়াই। এই নির্বাচনে মুখোমুখি হচ্ছেন নবাগত রাজনৈতিক মুখ হাসনাত আবদুল্লাহ এবং চারবারের সাবেক সংসদ সদস্য, প্রবীণ ও জনদরদী রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সী। এই দ্বন্দ্বকে ঘিরে দেবিদ্বারজুড়ে বিরাজ করছে ব্যাপক আলোচনা, কৌতূহল ও রাজনৈতিক উত্তেজনা।
দেবিদ্বারের রাজনীতিতে ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সী একটি সুপরিচিত নাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তার অবদান দেবিদ্বারবাসীর কাছে আজও স্মরণীয়। অনেকেই তাকে “দেবিদ্বারের গর্ব” ও “জনগণের জনদরদী নেতা” হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে, হাসনাত আবদুল্লাহ একজন নবাগত হলেও সাহসী রাজনৈতিক অবস্থান ও সরাসরি প্রতিদ্বন্দ্বিতার ঘোষণার মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। তিনি প্রকাশ্যেই সাবেক এমপি ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীকে ওপেন চ্যালেঞ্জ জানায় এবারের নির্বাচন আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।
এ নির্বাচনে দেবিদ্বার উপজেলার সাধারণ মানুষের প্রত্যাশা অত্যন্ত স্পষ্ট। ভোটারদের ভাষায়— “আমরা নিরাপদ দেবিদ্বার চাই, উন্নয়নমূলক কাজ চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই এবং অন্যায়ের বিরুদ্ধে সাহসী নেতৃত্ব চাই।”
এ প্রসঙ্গে সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম মানবতার সংঘটনের পরিচালক ও মানবাধিকার কর্মী জনাব মো: সেলিম রানা বলেন, “নেতৃত্ব মানে শুধু পদ বা ক্ষমতা নয়—নেতার কাজ, আচরণ ও দেশপ্রেমই আমাদের বিশ্বাসের জায়গা। দেবিদ্বার উপজেলার ভবিষ্যৎ নির্ভর করছে এমন একজন নেতৃত্বের ওপর, যিনি জনগণের কষ্ট বোঝেন, ন্যায় ও মানবিকতার পক্ষে দাঁড়ান এবং এলাকার উন্নয়নে সৎ ও সাহসী ভূমিকা রাখবেন। দেবিদ্বারবাসী এমনই একজন নেতার প্রত্যাশা করে।”
তিনি আরও বলেন, দেবিদ্বারের মানুষ এখন মুখের কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণিত নেতৃত্ব দেখতে চায়—যিনি গরীবের বন্ধু হবেন, মানবাধিকারের পক্ষে থাকবেন এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান নেবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচন কেবল ব্যক্তি বনাম ব্যক্তির লড়াই নয়; এটি অভিজ্ঞতা বনাম নবচিন্তা, অতীতের অর্জন বনাম ভবিষ্যতের স্বপ্ন—এই দুই ধারার মুখোমুখি অবস্থান। এই দুই প্রার্থীর মধ্য থেকেই একজন হবেন দেবিদ্বার উপজেলার আগামী দিনের রূপকার।
সব মিলিয়ে, ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেবিদ্বার উপজেলা রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে যাচ্ছে। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply