আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছিল শ্রীলঙ্কা। এবার নেদারল্যান্ডসকে হারিয়ে অপরজিত চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ খেলতে যাবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
রোববার (৯ জুলাই) বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে নেদারল্যান্ডসকে ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৪ রানে দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর কুশাল মেন্ডিস ও সাহান আরাচচিগে মিলে ৭২ রানের জুটি গড়েন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৩৩ রানে অলআউট হয় লঙ্কানরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৭১ বলে ৫৭ রান করেন সাহান আরাচচিগে। এছাড়া কুশাল মেন্ডিস ৫২ বলে ৪৩ ও চারিথ আসালাঙ্কা ৩৬ বলে ৩৬ রান করেন।
২৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে ডাচ ব্যাটাররা। দলীয় ৪৯ রানে ৬ ব্যাটারকে হারায় নেদারল্যান্ড।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০৫ রানে অলআউট হয় ডাচরা। দলের পক্ষে ম্যাক্স ও’দাউদ ৬৩ বলে ৩৩ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে মাহিশ তিকশানা ৪টি ও মাদুশঙ্কা নেন ৩ টি উইকেট।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply