বাংলাদেশের বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসে নতুন নজির গড়ল আফগানিস্তান। ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজের ব্যাটে ভর করে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছে আফগানরা।
শনিবার (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওপেনিং জুটিতে নেমে রানের বন্যা বইয়ে দিচ্ছে ইব্রাহিম ও গুরবাজ। তাদের ব্যাটিং দাপটে নাজেহাল অবস্থায় টাইগার বোলাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে ওপেনিং জুটিতে আফগানদের সংগ্রহ ২৪২ রান।
নিজেদের ওয়ানডে ইতিহাসে যেকোনো উইকেটে এটি তাদের সর্বোচ্চ রানের জুটি। এর আগে ৫০ ওভারের সংস্করণে যেকোনো উইকেটে আফগানদের সর্বোচ্চ রানের জুটি ছিল ২১৮ রান। ২০১০ সালে স্কটল্যান্ডের বিপক্ষে এ রেকর্ড গড়েছিলেন মোহাম্মদ শাহজাদ ও করিম সাদিক। আর ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ২০১২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে। জাভেদ আহমাদি ও করিম সাদিক সে ম্যাচে আফগানদের ওপেনিং জুটিতে এনে দিয়েছিলেন ১৪১ রান।
ওয়ানডে ইতিহাসে এর আগে ওপেনিংয়ে আফগানদের সর্বোচ্চ রানের জুটি ছিল ১৪১ রান। ২০১২ সালের মার্চে নেদারল্যান্ডসের বিপক্ষে ওই জুটি গড়েছিলেন জাভেদ আহমাদি ও করিম সাদিক।
ওপেনিং জুটি বাদ দিলে ৫০ ওভারের সংস্করণে যেকোনো উইকেটে আফগানদের সর্বোচ্চ রানের জুটি ২১৮ রান। ২০১০ সালে স্কটল্যান্ডের বিপক্ষে এ রেকর্ড গড়েছিলেন মোহাম্মদ শাহজাদ ও করিম সাদিক।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply