দেশের উত্তর-পূর্বাঞ্চলে সকল প্রধান নদ-নদীগুলোয় পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। ফলে এ অঞ্চলে আগামী ৭২ ঘণ্টায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
সোমবার (৩০ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় এ অঞ্চলের সুরমা, কুশিয়ারা, যদুকাটা, সারিগোয়াইন, সোমেশ্বরিসহ বিভিন্ন নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আরো বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টয় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির অবস্থান করতে পারে বিপদসীমার কাছাকাছি। তবে ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply