মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা অফিসার্স ক্লাবে সাহিত্য পরিষদের একটি প্রতিনিধি দল নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে এই শুভেচ্ছা জানায়।
শুভেচ্ছা বিনিময়ের সময় সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ তাদের আগামী ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নবনিযুক্ত জেলা প্রশাসককে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। আগামী ২৮ নভেম্বর শুক্রবার চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গনে এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হবে।
এসময় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন সাহিত্য পরিষদের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। কবি ও সাহিত্যিকদের প্রতি তার মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন, “কবি ও সাহিত্যিকদের আমার খুবই ভালো লাগে। আমি সাহিত্য পরিষদের সঙ্গে আছি এবং সাহিত্যের আলো চুয়াডাঙ্গায় ছড়িয়ে পড়ুক—এই লক্ষ্যে আমার সহযোগিতা সবসময় থাকবে।”
শুভেচ্ছা জানাতে আসা প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাব্বীন সানভী, অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতা, কাজল মাহমুদ, মোঃ আব্দুল্লাহ হক সহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply