নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে দুই কোটি বাগদা চিংড়ির রেণুসহ দুটি মাছ ধরা ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে মহিপুরের রাবনাবাদ নদী মোহনা থেকে এসব রেণু জব্দ করা হয়।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে এসব রেণু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়। তবে এ সময় কোনো জেলেকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কামান্ডার এম রাজিউল হাসান পিও জানান, বাগদা চিংড়ির এসব রেণু ট্রলারের মধ্যে হাঁড়ি ও ড্রামে করে উত্তরাঞ্চলে পাচার করতে চেয়েছিল একটি চক্র। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেণু জব্দ করা হয়।
অসাধু জেলেদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান কোস্টগার্ডের কন্টিনজেন্ট কামান্ডার।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply