গাইবান্ধা প্রতিনিধিঃ ফুলছড়িতে নানার বাড়িতে বেড়াতে এসে ভাপাপিঠা খেতে গিয়ে অটো বাইকের চাপায় রাদিয়া আকতার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে ফুলছড়ি-গাইবান্ধা রাস্তার উদাখালী ইউনিয়নের বোচারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে
স্থানীয়রা জানান, রাদিয়া আকতার তার বাবা-মার সাথে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে ঢাকা থেকে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের বোচারবাজারে নানার বাড়িতে আসেন। নানার বাড়িতে পৌঁছেই বাবা আবু সাঈদের সাথে ভাপাপিঠা খেতে বাড়ির সাথে রাস্তার পার্শ্বের ভাপাপিঠার দোকানে যায়। শিশু রাদিয়া আকতার পিঠা না নিয়েই রাদিয়া আকতার (৮) সড়ক অতিক্রম করার জন্য দৌড় দিলে গাইবান্ধাগামী একটি অটো বাইকের সাথে সজোরে ধাক্কা লাগে। এপর্যায়ে সে অটো বাইকের চাকার নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্ঘটানার কবলে পড়া অটো বাইকে করেই চিকিৎসার উদ্দেশ্যে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মারা যায় রাদিয়া আকতার।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply