দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে নভেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু হরচ্ছে বৃহস্পতিবার (১০ নভেম্বর) থেকে। বুধবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
এতে বলা হয়েছে, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি ও ডাল ) পৌঁছে দেয়ার লক্ষ্যে ঢাকা মহানগরীসহ সারা দেশে নভেম্বর মাসের বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে ১০ নভেম্বর (বৃহস্পতিবার)। এ বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি কর্পোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।
ফ্যামিলি কার্ডের আওতায় একজন ক্রেতা এক দফায় ৫৫ টাকা দরে এক কেজি চিনি, ৬৫ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।
এদিকে গত মাসে স্থান ভেদে পেঁয়াজ বিক্রি করা হলেও এ মাসে পেঁয়াজ বিক্রির বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply