বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে মহারাজপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক পিয়াস আলী লালপুর উপজেলার গন্ডবিল এলাকার ইমাজ উদ্দিন সরকারের ছেলে।
র্যাব-৫-এর নাটোর ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পিয়াস আলী দীর্ঘদিন ধরে প্রবাসীসহ দেশের বিভিন্ন স্থানের মানুষের ইমো হ্যাক করে টাকা আদায় করত। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাত ১০টার দিকে র্যাব সদস্যরা মহারাজপুর এলাকায় অভিযান চালিয়ে পিয়াসকে আটক করে। এ সময় হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব নাটোর ক্যাম্পের অধিনায়ক ফরহাদ হোসেন জানান, আটক পিয়াসের বিরুদ্ধে লালপুর থানায় র্যাবের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply