সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

বরিশালে SEIP প্রকল্পের দক্ষতা উন্নয়ন অবহিতকরন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

এস এল টি তুহিন,বরিশাল: সামাজিক প্রচার কর্মসুচীর আওতায় স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) অর্থ মন্ত্রনালয়ের উদ্যোগে দক্ষতা উন্নয়ন অবহিতকরন প্রশিক্ষণ কর্মশালা র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার (২৭ সেপ্টেম্বর ) বরিশাল সদর উপজেলা পরিষদ চত্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালা হয়।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী এর সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু,বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মাহাবুধুর রহমান মধু,মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম,বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩নং চরবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো: মাহাতাব হোসেন সুরুজ,৫নং চরমোনাই ইউনিয়নের আওয়ামী লীগের নেতা নুরইসলাম মাস্টার।

সভায় প্রধান অতিথি সাইদুর রহমান রিন্টু বলেন,২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে। দেশের নারীসহ কর্মক্ষম জনগোষ্ঠীর দক্ষতা বাড়ানোর মাধ্যমে উপযুক্ত কর্মসংস্থানে নিয়োজিত করে সরকারের নির্ধারিত লক্ষ্য পূরণে সকলকে কাজ করতে হবে। দেশের যুবসমাজকে প্রশিক্ষিত করতে পারলে তাদের অনেকে উদ্যোক্তা হিসেবে অন্যের জন্য ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: মনিরুজ্জামান বলেন, ক্ষু নৃ-গোষ্ঠী, নারী, কর্মহীন যুবকসহ অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষ কর্মীতে রূপান্তরিত করতে না পারলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অব্যাহত অগ্রগতির ধারা আরো তরান্বিত করা সম্ভব হবে না। এজন্য সরকারের উদ্যোগে সারাদেশে সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সেক্টরের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত আছে। তিনি আরও বলেন,  দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সুবিধাসমূহ দেশের সকল শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দিতে না পারলে কাক্সিক্ষত জনগোষ্ঠীকে দক্ষতা প্রশিক্ষণে অন্তর্ভূক্ত করা সম্ভব হবে না। ফলে সরকারের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে না।

তাই দক্ষতা প্রশিক্ষণের বার্তা উদ্দীষ্ট জনগোষ্ঠীর মাঝে ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট অংশীজনদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। কর্মশালায়, ইলেট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স ওয়েল্ডিং, বিউটিফিকেশন, গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, ফ্রিজ, এসি মেরামত, প্লাম্বিং মেশিন, গার্মেন্টস, ফুড এন্ড বেভারেজসহ ১৪০ টি বিষয়ের উপর প্রশিক্ষণ ও ধারনা দেওয়া হয়। এছাড়া বিনা খরচে হাতে-কলমে প্রশিক্ষণ, প্রশিক্ষণকালে দৈনিক ১৫০ টাকা ভাতা, অনগ্রসর জনগোষ্টির প্রশিক্ষণার্থীদের এককালিন পাঁচ হাজার টাকা বৃত্তি, নারীদের জন্য শতকরা ত্রিশ আসন সংরক্ষিত, অনগ্রসর জনগোষ্টি, প্রতিবন্ধি ও ক্ষুদ্র নৃ-গোষ্টির অগ্রাধিকার, চাকরি পেতে বিশেষ সহযোগিতার উপর আলোচনা করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় গনমাধ্যমকর্মী, বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা, শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, এনজিও প্রতিনিধিসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS