বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০২:০০ অপরাহ্ন

আইএফআইসি ব্যাংকের একদিনে আড়াই হাজার সিএমএসএমই উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি অর্জনে বাংলাদেশ ব্যাংক কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প- সিএমএসএমই খাতে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে। এই স্কিমের অধীনে দেশজুড়ে আইএফআইসি ব্যাংক তাদের সকল শাখা-উপশাখার মাধ্যমে
একযোগে দুই হাজার পাঁচশো জন সিএমএসএমই উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করল। এই উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত আইএফআইসি টাওয়ারে অনুষ্ঠিত হলো ‘সিএমএসএমই ঋণের পুনঃঅর্থায়ন স্কিম বিতরণের অগ্রযাত্রা’ শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃহৎ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই স্কিমের রূপকার বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার। সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের পরিচালক জনাব এ.আর.এম নাজমুস ছাকিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব শাহ এ সারওয়ার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব আবু ফারাহ মো. নাসের, আইএফআইসি ব্যাংকের সম্মানিত পরিচালকবৃন্দ, বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নানা গুণীজন ও সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথি গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাতের সম্ভাবনা ও অবদানের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ ব্যাংক ঘোষিত এই স্কিমের আওতায় আইএফআইসি ব্যাংক সর্বপ্রথম ঋণ প্রদান শুরু করেছে। ধন্যবাদ জানাই আইএফআইসি ব্যাংকের সকল কর্মকর্তাবৃন্দ এবং বিশেষ করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকবৃন্দকে।
বাংলাদেশের প্রেক্ষাপটে এসএমই খাত দেশের প্রাণ। অল্প টাকায় বেশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার ও বাংলাদেশ ব্যাংক এসএমই খাতকে জোরদার করার জন্য বিশেষ দৃষ্টি দিয়েছে। এছাড়া কোভিড-১৯ মহামারি পরবর্তী সময়ে অর্থনৈতিক ভারসম্য রক্ষাও এই স্কিমের একটি উদ্দেশ্য। তাই, গ্রামভিত্তিক অর্থনীতিকে গতিশীল করতে খুব কম সুদে ও সহজে আমরা এই ঋণের পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছি।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব শাহ এ সারওয়ার তাঁর বক্তব্যে বলেন, ১০ বছর আগে বাংলাদেশ ব্যাংকের সমর্থন নিয়ে আইএফআইসি ব্যাংক দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করেছিল, সেই পদক্ষেপের একটি মাইলস্টোন আজকের এই কর্মসূচি। ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের লক্ষ্যে আইএফআইসি ব্যাংক ইন্টারন্যাশনাল বেস্ট ব্যাংকিং প্র্যাক্টিসগুলোকে বাংলাদেশের সংস্কৃতির উপযোগী করে প্রয়োগ করছে। মূল ধারার অর্থনীতিতে স্থায়ীত্ব আনতে গণমানুষকে সংযুক্ত করতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় আমরা এক হাজার একশো-র বেশি শাখা-উপশাখা নিয়ে ছড়িয়ে পড়েছি দেশব্যাপী। আপামর জনসাধারণের জন্য আমরা উদ্ভাবন করেছি গণমানুষবান্ধব ব্যাংকিং পণ্য। কাজেই আমরা আমাদের বিস্তৃত নেটওয়ার্ক এবং পণ্য নিয়ে প্রস্তুত ছিলাম। এর মাঝে বাংলাদেশ ব্যাংকের এই স্কিম গণমানুষের জন্য এক যুগান্তকারী সম্ভাবনার দ্বার খুলে দিলো। দেশের অর্থনীতিতে একটি বিল্পব ঘটতে যাচ্ছে। এর জন্য এই স্কিমের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার-কে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার সরাসরি আইএফআইসি ব্যাংকের কয়েকজন গ্রাহকের হাতে ঋণপত্র হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS