স্কটল্যান্ডকে উড়িয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ১৪ রানে হারানোর পর প্রমীলারা স্কটল্যান্ডকে হারিয়েছে ছয় উইকেটের ব্যবধানে। সেমিফাইনালে জিততে পারলেই সাউথ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে নিগার সুলতানার দল।
আয়ারল্যান্ডকে হারানোর ২৪ ঘণ্টার মধ্যেই আরেক ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। প্রতিপক্ষ স্কটল্যান্ড হওয়ায় জয়টা অবশ্য প্রত্যাশিতই ছিল। সেই প্রত্যাশিত জয়কে আরও বেশি সহজ করে দেয় সোহেলি আক্তারের অসাধারণ পারফরম্যান্স।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এ দিন টস জিতে স্কটল্যান্ড। ব্যাটিংয়ে নেমে ১৯.৩ ওভারে মাত্র ৭৭ রানের মধ্যে শেষ হয়ে যায় তাদের ইনিংস। দলটির হয়ে সর্বোচ্চ ২২ রান করেন লরনা জ্যাক। ৩৪ বছর বয়সী ডানহাতি অফস্পিনার সোহেলি নেন মাত্র ৭ রান খরচায় ৪ উইকেট। ম্যাচ সেরাও নির্বাচিত হন তিনি। এছাড়া নাহিদা আক্তার নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন সালমা খাতুন এবং সানজিদা আক্তার মেঘলা।
চার উইকেট হারালেও ১৩ ওভারেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৪৩ বলে ৩৪ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। ১৫ রান আসে ওপেনার মুরশিদা খাতুনের ব্যাটে। রুমানা আহমেদ করেন ১১ রান। এ’ গ্রুপ থেকে টানা দুটি জয়ে সর্বোচ্চ চার পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা। শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে তারা। সেখানেও পরিষ্কার ফেভারিট বাংলাদেশ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply