নিজস্ব প্রতিনিধিঃ আইএফআইসি ব্যাংক লিমিটেড সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সহযোগিতায় “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সিনিয়র ম্যানেজমেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। ৩ সেপ্টেম্বর, ২০২২ তারিখে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পরিচালক জনাব এ.বি.এম. জহুরুল হুদা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শাহ এ সারওয়ার কর্মশালাটির উদ্বোধন করেন এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকের অবস্থান ব্যক্ত করেন। ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্টের সদস্যবৃন্দ ও বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ মাসুদ রানা এবং সৈয়দ কামরুল ইসলাম কর্মশালাটিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত
ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply