
মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইল-১ আসনে কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জিয়া পরিষদ নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি.এম নাগিব হোসেনের নির্বাচনী পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারি (রোববার) সন্ধ্যায় কালিয়া বাসস্ট্যান্ডে নির্বাচনী পথসভায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি উপজেলা সভাপতি সরদার আনোয়ার হোসেন, কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, বিএনপির নেতা সেলিম রেজা ইউসুফ, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম, রেজাউল করিম,জেলা জাসাস’র সাধারন সম্পাদক স,ম ইকরাম রেজা, শ্রমিকদল নেতা মো: দেলোয়ার হোসেন দিলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র প্রার্থী বি.এম নাগিব হোসেনের সমর্থনে এদিন বিকেলে ছোট কালিয়া থেকে শুরু হওয়া বিশাল মিছিলটি কালিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি.এম নাগিব হোসেন বলেন,বিএনপি দলীয় নমিনেশন না পেয়ে তৃণমূল মানুষের সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছি।আমি এমপি নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গ্রামীণ রাস্তাঘাট,বারইপাড়াঘাটের নির্মানাধীন সেতুর কাজ দ্রুত বাস্তবায়ন,মহাজন-বড়দিয়া ঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেতু নির্মাণ, কালিয়া উপজেলায় বিশ্ববিদ্যালয় নির্মাণ,কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা বৃদ্ধিসহ চিকিৎসা সেবার মানোন্নয়ন, শিল্প কলকারখানা স্থাপনপূর্বক বেকার সমস্যার সমাধান,দূর্নীতি নির্মূল, ন্যায় বিচার প্রতিষ্ঠা,মুসলিম ও সনাতনধর্মালম্বীসহ অন্যান্য ধর্মালম্বীদের শান্তিপূর্ণ সহ-অবস্থান, স্বনির্ভরতা এবং মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করবো।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply