
মোঃ কামাল হোসেন, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ২০২৫ ইং সালে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। অদ্য ১০ জানুয়ারি ২০২৬,ইং শনিবার দুপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর,সাংবাদিক মোঃ আসাদুজ্জামান আসাদ,বাড়ৈগাঁও মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান, সাধারচর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবদুল বাছেত, ব্রাহ্মন্নদী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান প্রমুখ।বিদায়ী সংবর্ধিত প্রধান শিক্ষকরা হলেন শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মহব্বত হোসেন, মোহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির,চৈতন্য বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন মির্জা,কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন সরকার, দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন।সংবর্ধনা অনুষ্ঠান শেষে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমিক সুপার ভাইজার মোঃ গিয়াস উদ্দিন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply