
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: আজ ১৪ ডিসেম্বর ২০২৫ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন জয়নুল উদ্যানের অরক্ষিত অবহেলিত বধ্যভূমি স্মৃতিস্তম্ভে আলোচনাসভা ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালন করে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ ও পথের কথন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বক্তারা বলেন, শুধু দিবস পালনের মাঝে সীমাবদ্ধ না থেকে আজ অতীব জরুরী মুক্তিযুদ্ধের স্মারকগুলো দৃশ্যমান রাখা। যাতে প্রজন্ম জানতে পারবে তাদের পূর্বপূরুষদের আত্মত্যাগ ও বীরত্বগাঁথা। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হলেও আজও পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর, আলশামস, রাজাকারদের বর্বরতার সাক্ষী শতশত বধ্যভূমি সারাদেশে অবহেলিত অরক্ষিত অবস্থায় অযত্নে পড়ে রয়েছে। দখল বেদখল হয়ে যাচ্ছে বধ্যভূমির ঐতিহাসিক স্থানগুলো। ফলে প্রজন্ম বঞ্চিত হচ্ছে ইতিহাসের দৃশ্যমান অধ্যয়ন থেকে।
বক্তারা আরও বলেন, ২০২০ সালের বিজয় দিবস হতে
সমাজ রূপান্তার সাংস্কৃতিক সংঘের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে ময়মনসিংহ জেলা প্রশাসন সার্কিট হাউজ সংলগ্ন পার্কে অবস্থিত অবস্থিত অরক্ষিত বধ্যভূমি সংরক্ষণের জন্য প্রাক্কলন ও নকশা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় কিন্তু অদ্যাবধি ডিপিপি’তে অন্তর্ভুক্ত করে অর্থ বরাদ্দপূর্বক স্মৃতিস্তম্ভ নির্মাণের কার্যক্রম দৃশ্যমান করেনি। প্রাক্কলন ও নকশা অনুমোদনপূর্বত কার্যক্রম গ্রহণে দীর্ঘসূত্রিতা কেন তা নিয়ে প্রশ্ন তুলেন বক্তারা। আলোচনাসভায় বক্তাগন ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন পার্কের অরক্ষিত বধ্যভূমি সংরক্ষণের লক্ষ্যে প্রাক্কলন ও নকশা অনুমোদন করে ত্বরিত কার্যক্রম গ্রহণ করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান।
তপন সাহা চৌধুরীর সভাপতিত্বে ও অঞ্জন সরকারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এম এ জিন্নাহ, তাপস মজুমদার, ইমতিয়াজ আহমেদ, মো: আব্দুল মান্নান, নজরুল ইসলাম জুয়েল, শাহরিয়ার আহমেদ আশিক, সৈয়দ আরমান হোসেন ইমন, আবীরাত হোসেন, রফিকুল ইসলাম রফিক, সেবিকা দাস, সাবিকুন্নাহার পান্না, মো: আনভীর আহমেদ তমাল, মো: ওবায়দুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদ বুদ্ধিজীবীদের সম্মান প্রদর্শন করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply