সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকাল এর মধ্যে রেমিট্যান্স সার্ভিস বিষয়ক চুক্তি স্বাক্ষরিত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবিগঞ্জে পরকিয়া সন্দেহে স্ত্রী খুন, ঘাতক স্বামী আটক বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্কের সমঝোতা স্মারক স্বাক্ষর ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ-এর উদ্যোগে সেন্ট মার্টিন্স দ্বীপে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ২০২৫ রবি’র মাঠকর্মীদের জন্য পরিবেশ-বান্ধব ‘সুপার বাইক’ বাংলাদেশজুড়ে নকল ও ভেজাল ওষুধ রোধে পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ রাজিবপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন সিলেটে ছাত্র-জনতার উপর হামলাকারী যুব মহিলা লীগের সাংগঠনিক লাকি প্রকাশ্যে ঘুরে বেড়চ্ছে, আতঙ্কে সিলেটবাসী চুয়াডাঙ্গা সদর থানার বিদায়ী ওসি খালেদুর রহমানকে বদলি সংবর্ধনা

হবিগঞ্জে পরকিয়া সন্দেহে স্ত্রী খুন, ঘাতক স্বামী আটক

লিটন পাঠান
  • আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৯ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় ফারজানা আক্তার (২০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্বামী নুর আলীকে আটক করেছে পুলিশ। গত রবিবার নতুন ব্রীজ শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফারজানা আক্তার চুনারুঘাট উপজেলার উত্তর গোড়ামী গ্রামের আছকির মিয়ার মেয়ে। প্রায় ৪ বছর আগে একই উপজেলার লাদিয়া গ্রামের সুরুজ আলীর পুত্র নুর আলীর সঙ্গে তার বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি ছেলে রয়েছে। ফারজানার মা আছমা বেগম জানান, তার মেয়ে স্বামীসহ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন শিমুলতলা গ্রামে সিদ্দিক মিয়ার বাসায় ভাড়া থাকতেন। ফারজানা ও নুর আলীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়শই ঝগড়া বিবাদ হতো। ঘটনার দিন সকালে তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে নুর আলী তার স্ত্রীকে ছুরিকাঘাত করেন।

পরে নুর আলীও একই অস্ত্র দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় পরে স্থানীয়রা সংকটাপন্ন অবস্থায় ফারজানা ও নুর আলীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এদিকে এ ঘটনার পর ঘাতক স্বামী নুর আলীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে আটক করে হবিগঞ্জ সদর থানা পুলিশ। তবে একটি সূত্র জানিয়েছে- ফারজানার সঙ্গে তার স্বামীর পরকিয়া সন্দেহেরে জেরে একটি ব্রেসলেট নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে স্বামী নুর আলীকে তাকে ছুরিকাঘাত করে। বাসার মালিক সিদ্দিক মিয়া জানান, বিভিন্ন বিষয় নিয়ে তারা স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিল। এর জের ধরে সকালে ওই দম্পতির মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে ফারজানাকে ছুরিকাঘাত করেন নুর আলী। পরে সে নিজেও ওই ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে আমার ছেলে জসিমসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি শাহবুুদ্দিন শাহীন জানান- বিভিন্ন বিষয়কে সামনে রেখে এই হত্যাকান্ডের ঘটনাটি তদন্ত করছে পুলিশ। নিহতের স্বামীকে আটক করা হয়েছে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS