
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় ফারজানা আক্তার (২০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্বামী নুর আলীকে আটক করেছে পুলিশ। গত রবিবার নতুন ব্রীজ শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফারজানা আক্তার চুনারুঘাট উপজেলার উত্তর গোড়ামী গ্রামের আছকির মিয়ার মেয়ে। প্রায় ৪ বছর আগে একই উপজেলার লাদিয়া গ্রামের সুরুজ আলীর পুত্র নুর আলীর সঙ্গে তার বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি ছেলে রয়েছে। ফারজানার মা আছমা বেগম জানান, তার মেয়ে স্বামীসহ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন শিমুলতলা গ্রামে সিদ্দিক মিয়ার বাসায় ভাড়া থাকতেন। ফারজানা ও নুর আলীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়শই ঝগড়া বিবাদ হতো। ঘটনার দিন সকালে তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে নুর আলী তার স্ত্রীকে ছুরিকাঘাত করেন।
পরে নুর আলীও একই অস্ত্র দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় পরে স্থানীয়রা সংকটাপন্ন অবস্থায় ফারজানা ও নুর আলীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এদিকে এ ঘটনার পর ঘাতক স্বামী নুর আলীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে আটক করে হবিগঞ্জ সদর থানা পুলিশ। তবে একটি সূত্র জানিয়েছে- ফারজানার সঙ্গে তার স্বামীর পরকিয়া সন্দেহেরে জেরে একটি ব্রেসলেট নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে স্বামী নুর আলীকে তাকে ছুরিকাঘাত করে। বাসার মালিক সিদ্দিক মিয়া জানান, বিভিন্ন বিষয় নিয়ে তারা স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিল। এর জের ধরে সকালে ওই দম্পতির মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে ফারজানাকে ছুরিকাঘাত করেন নুর আলী। পরে সে নিজেও ওই ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে আমার ছেলে জসিমসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি শাহবুুদ্দিন শাহীন জানান- বিভিন্ন বিষয়কে সামনে রেখে এই হত্যাকান্ডের ঘটনাটি তদন্ত করছে পুলিশ। নিহতের স্বামীকে আটক করা হয়েছে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved