মামুন মোল্যা, নড়াইল জেলা প্রতিনিধি: ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কালিয়া উপজেলা সকল দপ্তরের ১১-২০ গ্রেডের সকল কর্মচারীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২৭ নভেম্বর ( বৃহস্পতিবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখিত এ মানববন্ধনে কর্মচারী বক্তাগণ সরকারি কর্মচারীদের ‘মানবেতর জীবন যাপনের কথা উল্লেখ করে দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে নিম্নোক্ত সময়সীমা নির্ধারণ করে বর্তমান সরকারের কাছে দাবি উত্থাপন করেন। ৩০ নভেম্বর ২০২৫ বর্তমান পে কমিশনকে তাদের কার্যক্রম শেষ করে খসড়া উপস্থাপন করতে হবে। ১৫ ডিসেম্বর ২০২৫ নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে মর্মে মানববন্ধন করেন।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসের উপপ্রশাসনিক কর্মকর্তা জনাব মো: এনামুল হাসান, প্রসেস সার্ভার সহিদুজ্জামান মিঠু, অফিস সহকারী মো: মামুন বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অফিস সহকারী জনাব রাজু আহমেদ, উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের হিসাব সহকারী জনাব গাজী আলমগীর সহ সকল দপ্তরের কর্মচারীবৃন্দ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply