সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৫ অক্টোবর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিরগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এক্সিম ব্যাংক পিএলসি। এসময় কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির শেয়ার দর ৯ দশমিক ০৯ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এবি ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সিভিও পেট্রো-কেমিক্যাল, রিলায়েন্স ওয়ান, রহিমা ফুড এবং ইউনিয়ন ইনস্যুরেন্স।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply