দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিভিও পেট্রোক্যামিকেলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২১ শতাংশ কমেছে।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৮ শতাংশ কমেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিক, আইএফআইএল ইসলামী মিউচুয়াল ফান্য ওয়ান, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, একমি পেস্টিসাইডস, মুন্ন ফেব্রিক্স, সিলকো ফার্মা এবং নর্দার্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply