
ঠাকুরগাঁও–৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ-এর নির্বাচনী প্রচারণা জোরালোভাবে এগিয়ে চলেছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (১২ জানুয়ারি ২০২৬) পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকায় গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় পীরগঞ্জ উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত থেকে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রচারকালে নেতাকর্মীরা ভোটারদের কাছে আলহাজ্ব মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ-এর রাজনৈতিক অভিজ্ঞতা, এলাকার উন্নয়নে তাঁর ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে জনগণের পছন্দের প্রার্থীকে মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানানো হয়।
এ সময় বলেন, জনগণের ভোটেই গণতন্ত্র শক্তিশালী হয় এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সচেতন ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। বাজার ও পথচারীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই প্রচারণার মূল উদ্দেশ্য।
প্রচারণা চলাকালে স্থানীয় ভোটারদের মধ্যেও আগ্রহ লক্ষ্য করা যায়। অনেকেই প্রার্থীর সঙ্গে কথা বলেন এবং আসন্ন নির্বাচন ও এলাকার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply