ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং লেস ব্লিউস লিমিটেড (ডেলিফ্রান্স)-এর মধ্যে একটি সমঝোতা
চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর কার্ড ডিভিশনের প্রধান
জনাব মোঃ মোস্তফা মোশাররফ এবং লেস ব্লিউস লিমিটেড (ডেলিফ্রান্স)-এর ব্যবস্থাপনা
পরিচালক এস. এম. আবিদ মানসুর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর
করেন। উক্ত অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও
আখলাসুর রহমান ভূঁইয়া এবং লেস ব্লিউস লিমিটেড (ডেলিফ্রান্স)-এর কান্ট্রি ম্যানেজার মোঃ
খুরশিদ আলমসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এই সমঝোতা
স্মারকের আওতায় ট্রাস্ট ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা ডেলিফ্রান্স ক্যাফেতে
ডাইন-ইন ও টেকঅ্যাওয়ে অর্ডারে ১০% বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
Design & Developed By: ECONOMIC NEWS