সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

গুলি করে শ্রমিকের প্রাণ নেয়ায় আবারো আতঙ্কিত বাংলাদেশ : এনডিবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

গুলি করে শ্রমিকের প্রাণ নেয়ায় আবারো আতঙ্কিত বাংলাদেশ, সাংবাদিক-শ্রমিক-যুব-জনতা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ৩ সেপ্টেম্বর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা উপরোক্ত কথা বলেন।

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান ও ওয়াজেদ রানা প্রমুখ নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শ্রমিক নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, স্বৈরাচারী ব্যবস্থার নিয়ামক শক্তির গুলিতে শ্রমিক নিহতের ঘটনার পূনরাবৃত্তি ঘটেই চলছে। যা কোনোভাবেই মেনে নেয়া যায় না। বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তুরের গণঅভ্যুত্থান, একাত্তরের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু সর্বশেষ স্বৈরাচার ও বৈষম্য বিরোধী আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগ ইতিহাস সৃষ্টি করলেও আজ যেখানে সেখানে নির্মমতার শিকার হচ্ছেন এই শ্রমিকশ্রেণিই। আমরা আর কোনো শ্রমিক-কৃষক-ছাত্র-যুব-জনতার প্রতিনিধিকে কোনোভাবেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার দেখতে চাই না বলেই ৩৬ জুলাইর জন্ম দেখেছি। কিন্তু ১ বছর পরেও সেই স্বৈরাচার-ফ্যাসিবাদ যেন ফিরে ফিরে আসছে। রাষ্ট্রীয় কাঠামো, শাসনব্যবস্থা ও উৎপাদন-বন্টনে শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবির পাশাপাশি শ্রমিকদের দাবি মেনে নিয়ে,  সুষ্ঠু তদন্তের মাধ্যমে শ্রমিক হত্যার বিচার ও তাঁর পরিবারকে রাষ্ট্রিয় অর্থ প্রদানের ব্যবস্থার আহবান জানাচ্ছি। যদি সরকার গড়িমসি করে, তাহলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে নব্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS