পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেডকে এই কোম্পানির উদ্যোক্তাদের মালিকানাধীন তালিকা-বহির্ভূত কোম্পানি সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি অ্যান্ড টেক্সটাইল মিলস লিমিটেড অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে সামিন ফুডের সাথে একীভূত হবে আরএন স্পিনিং মিলস। এই একীভূতকরণ কর্যক্রম সফলভাবে শেষ হলে আরএন স্পিনিং মিলস নামে কোনো কোম্পানি থাকবে না।
আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের বৈঠকে একীভূতকরণ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহামান্য হাইকোর্টের সম্মতি এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)সহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমতিক্রমে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply