বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন করেছে স্যালভো কেমিক্যাল রাকিব-হুদা-আউয়ালের মতই মেরুদণ্ডহীন নাসির কমিশন: এনডিবি ‘এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আইনজীবীদের ৪৮ ঘন্টাব্যাপী লং মার্চ এর ডাক পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লেসহ রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন কমিউনিটি ব্যাংক ও হলিডে ইন ঢাকার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হবিগঞ্জে ঘুমন্ত শিশুদের তুলে নিয়ে ভয়ংকর ভাবে জোর করে বলাৎকার শিক্ষক গ্রেপ্তার চুয়াডাঙ্গা সীমান্তে স্বর্ণ চোরাচালানের আত্মসাৎ নিয়ে বিরোধ–অপহরণের ২৪ দিন পর, যশোর থেকে ৫ জন উদ্ধার প্লে স্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং অর্জন করল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’ ময়মনসিংহে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

ঐকমত্য কমিশনের সাথে ইউপিডিএফ’র বৈঠকে ইঞ্জি. থোয়াই চিং মং শাকের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং এ অঞ্চলের সংকট শুধুমাত্র আঞ্চলিক নয়, বরং এটি দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। এই বাস্তবতা উপলব্ধি করে, জাতীয় ঐক্য এবং সম্মিলিত উদ্যোগ ছাড়া এই সমস্যা সমাধান সম্ভব নয়।

আজ এক বিবৃতিতে অ্যাক্টিভিস্ট ও রাজনীতিবিদ ইঞ্জি. থোয়াই চিং মং শাক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “১৯৭১ সাল থেকে আজ ২০২৫ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামবাসী প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। ভারতের দখলবাদী নীতির ছায়ায় একটি গোষ্ঠী বরাবরই বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে এসেছে।”

তিনি বলেন, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর প্রত্যক্ষ মদদে পরিচালিত সংগঠনসমূহ আজো ‘স্বায়ত্তশাসন’-এর নামে বিচ্ছিন্নতা সৃষ্টির পাঁয়তারা করছে। এই স্বায়ত্তশাসনের দাবির পেছনে দীর্ঘমেয়াদি উদ্দেশ্য হচ্ছে তথাকথিত ‘জুম্মল্যান্ড’ নামে একটি পৃথক রাষ্ট্র গঠন।

ইঞ্জি. শাক আরও বলেন, “আজও পাহাড়ে ৫-৬টি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন অস্ত্র নিয়ে খুন, চাঁদাবাজি, অপহরণ চালিয়ে যাচ্ছে। জেএসএস, ইউপিডিএফ, কেএনএফসহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠন পাহাড়ে চাঁদার টাকায় রাজত্ব কায়েম করেছে।”

তাঁর অভিযোগ, সরকারের ‘জাতীয় ঐকমত্য কমিশন’ একটি অনিবন্ধিত, অবৈধ ও সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর সঙ্গে বৈঠকে বসছে, যা সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে পরিণত হয়েছে।

তিনি প্রশ্ন রাখেন, “যে সংগঠনের হাতে সেনাবাহিনীর সদস্যদের রক্ত, যারা সাধারণ মানুষকে হত্যা করেছে, তাদের সঙ্গে কীভাবে একটি সরকারি কমিশন বৈঠক করে? এটি কি বিচ্ছিন্নতাবাদীদের পরোক্ষ স্বীকৃতি নয়?”
তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, একই সময়ে সন্তু লারমা ভারতের রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে সে দেশে অবস্থান করছেন, যা রাষ্ট্রীয় পর্যায়ে তার রাজনৈতিক স্বীকৃতি প্রাপ্তির ইঙ্গিত বহন করে।

দাবিসমূহ:
সংবাদ বিজ্ঞপ্তিতে ইঞ্জি. শাক নিম্নোক্ত দাবি ও আহ্বান জানান:
১। ১৫ মে ইউপিডিএফ-এর সঙ্গে নির্ধারিত বৈঠক অবিলম্বে বাতিল করতে হবে।
২। জাতীয় ঐকমত্য কমিশন থেকে ড. ইফতেখারসহ বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সহযোগীদের অপসারণ করতে হবে।
৩। ইউপিডিএফ, জেএসএস, কেএনএফ ও তাদের অঙ্গ সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
৪। সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে।
৫। রাষ্ট্রদ্রোহী সন্তু লারমার প্রটোকলপ্রাপ্ত অবস্থান বাতিল করে তার ষড়যন্ত্রমূলক তৎপরতা বন্ধ করতে হবে।
“স্বায়ত্তশাসনের নামে অন্যকোনো রাষ্ট্র গঠনের স্বপ্ন বাংলার মাটিতে কখনো বাস্তবায়ন হবে না। পার্বত্য চট্টগ্রাম চিরকালই বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS