বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাকিব-হুদা-আউয়ালের মতই মেরুদণ্ডহীন নাসির কমিশন: এনডিবি ‘এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আইনজীবীদের ৪৮ ঘন্টাব্যাপী লং মার্চ এর ডাক পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লেসহ রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন কমিউনিটি ব্যাংক ও হলিডে ইন ঢাকার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হবিগঞ্জে ঘুমন্ত শিশুদের তুলে নিয়ে ভয়ংকর ভাবে জোর করে বলাৎকার শিক্ষক গ্রেপ্তার চুয়াডাঙ্গা সীমান্তে স্বর্ণ চোরাচালানের আত্মসাৎ নিয়ে বিরোধ–অপহরণের ২৪ দিন পর, যশোর থেকে ৫ জন উদ্ধার প্লে স্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং অর্জন করল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’ ময়মনসিংহে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ Price Sensitive Information of Salvo Chemical Industry Ltd.

গাজায় ইসরায়েলি হামলায় দৈনিক ১০০ শিশু হতাহত হচ্ছে : জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

গাজায় ইসরায়েলি হামলা আরও তীব্রতর হয়েছে। এতে প্রতিদিনই উপত্যকাটিতে কমপক্ষে ১০০ শিশু হতাহত হচ্ছে। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজ্জারিনি এ কথা জানান। তিনি বলেছেন, ‘শিশু হত্যাকে কোনোভাবেই ন্যায্যতা দেওয়া যায় না।’ খবর বার্তা সংস্থা আনাদুলুর।

গত ১৮ মার্চ ইসরায়েলি হামলা পুনরায় শুরু হওয়ার পর থেকে গাজায় প্রতিদিন কমপক্ষে ১০০ জন শিশু নিহত বা আহত হচ্ছে। ফিলিপ লাজ্জারিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, “পুনরায় শুরু হওয়া যুদ্ধ তাদের শৈশব আবার কেড়ে নিচ্ছে। গাজাকে শিশুদের ‘জায়গা নয়’ হিসেবে পরিণত করছে এ যুদ্ধ।”

লাজ্জারিনি আরও বলেন, ‘এটি আমাদের সাধারণ মানবতার ওপর একটি কলঙ্ক। শিশুরা যেখানেই থাকুক না কেন, তাদের হত্যাকে কোনোভাবেই সমর্থন করা যায় না।’ গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।

গত বৃহস্পতিবার ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় প্রায় ১৭ হাজার ৯৫৪ শিশুকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে ২৭৪ জন ছিল নবজাতক, এক বছরের কম বয়সী শিশু ছিল ৮৭৬ জন, বাস্তুচ্যুতদের তাঁবুতে ঠান্ডায় মারা যাওয়া শিশু ছিল ১৭ জন এবং অনাহার ও অপুষ্টিতে মারা গেছে ৫২ জন শিশু। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত থাকায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত রোববার আক্রমণ আরও তীব্র করার ঘোষণা দিয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ৫০ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নভেম্বরে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। গাজায় বর্বরতার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS