[ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫] আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে, জাগো ফাউন্ডেশন মেয়েদের শিক্ষার অগ্রগতি ও দেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
এই বার্তা ছড়িয়ে দিতে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম তারকা জেসিয়া ইসলাম, মাশা ইসলাম, এবং তাসফিয়া ফাতেমা তাসফি জাগো ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁরা ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে আহ্বান জানিয়েছেন দেশের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মেয়েশিশুদের শিক্ষার দায়িত্ব নিয়ে তাদের জীবন পরিবর্তনের উদ্যোগে যোগ দিতে। তাঁদের এই অংশগ্রহণের লক্ষ্য হলো জাগোর “Sponsor a Child” প্রোগ্রামের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আরও বেশি মানুষকে উদ্বুদ্ধ করা, যা সুবিধাবঞ্চিত শিশুদের, বিশেষ করে মেয়েশিশুদের, বিনামূল্যে মানসম্মত শিক্ষা পাওয়ার সুযোগ করে দেয়।
প্রতিষ্ঠার পর থেকে জাগো ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে শিক্ষা ও সমান সুযোগের মাধ্যমে প্রতিবন্ধকতা দূর করে শিশুদের একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে। বিগত ১৮ বছর ধরে, জাগো বাংলাদেশের প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলের শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান করছে। বর্তমানে, দেশজুড়ে জাগো ফাউন্ডেশনের স্কুলগুলোতে ৫,০০০ এরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে, যার প্রায় ৫২ শতাংশ মেয়েশিশু।
বিশ্বব্যাপী আন্তর্জাতিক কন্যাশিশু দিবস, যা প্রথম জাতিসংঘ কর্তৃক ২০১১ সালে পালিত হয়, এই দিনের উদ্দেশ্য হলো মেয়েদের ওপর বিদ্যমান চ্যালেঞ্জগুলো, যেমন জেন্ডারভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ, শিক্ষায় বৈষম্য ও সামাজিক বৈষম্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এ দিনটি মেয়েদের শেখার, নেতৃত্ব দেওয়ার এবং বিকশিত হওয়ার সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের কণ্ঠস্বরকে জোরালো করে তোলার আহ্বান জানায়।
এই উপলক্ষে, জেসিয়া ইসলাম, মাশা, এবং তাসফি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে আহ্বান জানিয়েছেন প্রত্যেক মেয়েশিশুর জন্য মানসম্মত শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করতে এগিয়ে আসার জন্য।
সহযোগিতা ও সচেতনতার ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে, জাগো ফাউন্ডেশন প্রতিটি মেয়েশিশুর সম্ভাবনাকে বিকশিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যেন তারা শিখে, নেতৃত্ব দেয়, এবং পরিবর্তন আনতে পারে।
একটি কন্যা শিশুর শিক্ষার দায়িত্ব নিতে চাইলে, ভিজিট করুনঃ https://jaago.com.bd/sac-bd
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply