বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ বরিশাল বিভাগে ভোটের লড়াইয়ে ৩ নারী প্রার্থী…! কাউখালীতে শিশুদের ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কর্মসূচি উত্তর মান্ডায় লিটনের জুয়ার আস্তানায় অভিযান: ১৭ জুয়াড়ি আটক, দীর্ঘদিনের অবৈধ কার্যক্রমের অভিযোগ অর্থনীতি ও জনজীবন: নতুন বছরে নতুন সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪–২৫ সালে কোনো মুনাফা পাবেন না কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী আচরণবিধি ও ভোটদানে উদ্বুদ্ধকরণ সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল বিভাগের ২১টি আসন, জামায়াত-চরমোনাই দ্বন্দে বিএনপির পোয়াবারো

তথ্য হালনাগাদ না করলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮ Time View

সরকারি কর্মকর্তাদের চাকরি-সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ না করলে তা অসদাচরণ হিসেবে গণ্য করে সে অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (জিইএমএস) আওতায় সহকারী সচিব থেকে সচিব কিংবা সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদের চাকরি-সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ করা হচ্ছে। এরই মধ্যে চাকরি-সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ করার জন্য নির্দেশনা দেওয়া হলেও অনেকে প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদ না করায় কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি হচ্ছে।

আদেশে আরও বলা হয়, জিইএমএসে অন্তর্ভুক্ত সব কর্মকর্তাকে সম্প্রতি তোলা ছবি (ছয় মাসের ঊর্ধ্বে নয়), পদায়ন, পদোন্নতি, শিক্ষা সংশ্লিষ্ট তথ্যাদি, মোবাইলফোন নম্বর, ই-মেইল আইডিসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার জন্য পুনরায় অনুরোধ করা হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, যে সব কর্মকর্তার তথ্য হালনাগাদ পাওয়া যাবে না, তাদের পদোন্নতি/পদায়নে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিলম্ব/জটিলতার সৃষ্টি হতে পারে। বর্ণিত তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হলে বিষয়টি অসদাচরণ হিসেবে গণ্য করে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS