লায়ন মোঃ গনি মিয়া বাবুল–
দূর অন্ধকার নগরীর নিহত সভ্যতা
পূর্নজন্ম পেয়ে আজো নত শিরে
শ্রদ্ধা জানায়।
কাকে?
অনেক দূর্গম পাহাড়ের পথ বেয়ে
যে ঝর্ণা ধারা বয়ে যায়
তার কলধ্বনিতে আজো
কার কন্ঠ বাজে?
চৈত্রের দাবদাহ মাখা দুপুরে
পথিকের জন্য বটবৃক্ষের ছায়ার মতো
বঞ্চিতের গায়ে স্নেহের পরশ বুলায়
কে?
শেষ দিবসে রণ ক্লান্ত সূর্যের বিদায়ে
এই পৃথিবীর আর্তনাদে
কার বিরহ বাজে?
যে জন শিক্ষার আলো জ্বালে
সকাল-সাঝে মৃত্যুঞ্জয়ী সর্বক্ষণ
সেজন চিরঞ্জীব শিক্ষক,
সর্বজনে তা বলে।
পরিচিত: লায়ন মোঃ গনি মিয়া বাবুল
চেয়ারম্যান, কবি সংসদ বাংলাদেশ, স্থায়ী পরিষদ
চেয়ারম্যান, লেখক উন্নয়ন কেন্দ্র, কেন্দ্রীয় কমিটি
ফোন: ০১৫৫২৬৩১১১৮, ০১৮৪২৬৩১১১৮
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply