সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি প্রার্থিতা প্রত্যাহার করেছেন কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন হৃদরোগে আক্রান্ত হয়ে জামায়াত নেতা আবুল হাশেমের ইন্তিকাল আলীকদম বাজার, আলীকদম, বান্দরবানে ট্রাস্ট ব্যাংকের আলীকদম শাখার উদ্বোধন দেশের নাম্বার ওয়ান এসি ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে যুক্ত হলেন নাম্বার ওয়ান পেসার তাসকিন আহমেদ রাঙ্গামা‌টি দূর্গম পাহাড়ী অঞ্চলে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে শীত উপহার বিতরণ অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন: অস্ত্র জমা ও বহনে কড়াকড়ি নির্দেশনা সরকারের কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন নুরুল আলম, এস. এম. কুদ্দুস, মাহমুদুল হাসান সজল, মো. আকতারুজ্জামান আকতার, জামাল হোসেন রানা ও ইমাম হোসেন রিয়াদ-এর বহিষ্কারাদেশ এবং মো. আব্দুল মতিন-এর দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করে স্বীয় পদে বহাল পুঁজিবাজারের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে: বিএসইসি চেয়ারম্যান

আহত সিলেটের কাউন্সিলর আফতাব হোসেন এর ভাতিজার অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২০ Time View

সিলেট প্রতিনিধি: আহত সিলেটের কাউন্সিলর আফতাব হোসেন এর ভাতিজার অবস্থা আশঙ্কাজনক। রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরের পশ্চিম পীর মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর সভাপতি আফতাব হোসেন খানের ভাতিজাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

হামলায় গুরুতর আহত জ্যাকি খান (১৪) দশম শ্রেণীর ছাত্র এবং পীর মহল্লা এরাকার বাসিন্দা জহির হোসেন খানের ছেলে।

জানা গেছে, রোববার রাত ৯টার দিকে বাসায় ফেরার পথে পশ্চিম পীর মহল্রার গৌছুল উলুম মাদরাসার সামনে ১০ থেকে ১৫ জনের দুর্বৃত্তের একটি দল ধারালো অস্ত্র দিয়ে জ্যাকি ও সুহানের উপর হামলা চালায়। তাদেরকে রক্তাক্ত আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমানের সঙ্গে  মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

পরে রাত সোয়া চারটার দিকে বিমান বন্দর থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকা উপ পরিদর্শক (এসআই) সাইফুরের সঙ্গে কথা হলে তিনি বলেন, হামলার খবর শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ দিতে আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে নগরের বনকলাপাড়া এলাকায় ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমদ এবং দলের কর্মী রুমেল আহমদকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এদের মধ্যে মনজুরের অবস্থা গুরুতর হলে তাকে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS