শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ‘চাঁদাবাজ চক্রের’ ০১ জন সক্রিয় সদস্য গ্রেফতার নির্বাচনী হালচালঃ চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) প্রতিদ্বন্ধিতা হবে ত্রি-মুখী, কে হাসবে শেষ হাঁসি! কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ভোলা জেলার ৫৫৫ বছরের নান্দনিক প্রাচীন স্থাপত্য ও পুরাকীর্তি, সংরক্ষণের দাবি কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী ও শিশুসহ নিহত-২ ১,৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ০১ মানুষের অধিকার হরণের চেষ্টা করবেন না- কুমিল্লায় ডাঃ শফিকুর রহমান ঢাকা গণপূর্ত বিভাগ-৩-এ দুর্নীতির অভিযোগ (২০২১-২০২২ অর্থবছর) চরিত্র; আশরাফ সরকার ধানের শীষে ভোট দিয়ে বগুড়াকে বিএনপির ঘাঁটি প্রমাণের আহ্বান তারেক রহমানের নির্বাচন যত ঘনাচ্ছে, বিএনপির সমর্থন তত বাড়ছে: জরিপে তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মনে করছেন ৪৭.৬%

ফেনী-নোয়াখালীসহ ৮ জেলায় ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১১২ Time View

দেশের আট জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, শুক্রবার (২২ আগস্ট) আবহাওয়ার অফিস জানায়, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ে সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ১৭৬ মিলিমিটার। এ ছাড়াও রামগতিতে ৭৫, হাতিয়ায় ৬৩, মোংলায় ৬২, খেপুপাড়ায় ৫৮, সাতক্ষীরায় ৫২, সন্দ্বীপে ৫৫, কুমারখালীতে ৪৭ মিলিমিটার বৃষ্টিসহ অনেক অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এ সময়ে ভয়াবহ বন্যা কবলিত ফেনীতে কোনো বৃষ্টিপাত না হলেও কুমিল্লায় সামান্য বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS