পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী শহরে ইউসুফ মৃধা (৪৫) নামে এক ওষুধ বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে তিনি খুন হয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন।
শুক্রবার (১৫ এপ্রিল) রাত ১২ টায় শহরতলী এলাকার মুগডালের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইউসুফ মৃধা ইটবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাইল মৃধার ছেলে। পটুয়াখালী শহরের ১নং ব্রিজ এলাকায় তার ফার্মেসি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত বেশি হলেও ইউসুফ মৃধা বাড়িতে না ফেরায় তাকে খুঁজতে নামেন পরিবারের সদস্যরা। পরে পার্শ্ববর্তী মুগডালের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ফার্মেসি বন্ধ করে বাড়িতে ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ইউসুফ মৃধার বড় মেয়ে ইশিতা জানায়, রাত গভীর হলেও বাবা বাড়িতে না ফেরায় তার মোবাইলে বেশ কয়েকবার কল দিয়েছি। কিন্তু তার মোবাইল বন্ধ পেয়ে বাড়ির বাইরে খুঁজতে নামি। পরে বাড়ির পাশেই একটি মুগডাল ক্ষেতে আবছা কিছু একটা দেখতে পাই। সেখানে গিয়ে বাবাকে উপুড় হয়ে থাকা অবস্থায় তাকে দেখতে পাই। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পুরো শরীর জুড়ে শুধু কোপ আর কোপ। ধারালো অস্ত্র দিয়ে আমার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, জমিজমা নিয়ে বংশের লোকজনের সাথে তার বিরোধ চলে আসছিলো। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর রহস্য উন্মোচনে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply