অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসন। আজ সোমবার (১৯ আগস্ট) অস্ট্রেলিয়ার হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।
ওই পোস্টে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা হওয়ায় সম্মানিত বোধ করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার নারদিয়া সিম্পসন। অস্ট্রেলিয়া সর্বজনীন মানবাধিকারের প্রতি তাঁর (ড. ইউনূস) প্রতিশ্রুতি এবং সবার জন্য একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য তাঁর দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানায়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply